কৈলাসহরে তেত্রিশ পরিবার বিজেপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ প্রবল বৃষ্টি উপেক্ষা করেও কৈলাসহর মোটরস্যান্ডে প্রকাশ্য সমাবেশ সংগঠিত করল বিজেপি৷ ওই সভায় কংগ্রেসের ঊনকোটি জেলাসহ সভাপতি পিনাক মজুমদারসহ ৩৩ পরিবার বিজেপি যোগ দিয়েছে৷
ঊনকোটি জেলায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার খাস তালুকে থাবা বসাতে শুরু করেছে বিজেপি৷ তাতে রীতিমতো তটস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ঊনকোটি জেলা চষে বেড়াতে শুরু করেছেন৷ বৃষ্টি উপেক্ষা করেও কৈলাসহর মোটরস্যান্ডে সমাবেশ সংগঠিত করেছে বিজেপি৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বিল্পব কুমার দেব শাসকদল সিপিআই এম, কংগ্রেস ও তৃণমল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন৷ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীরাই জয়ী হবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে বলে ও তিনি আশা ব্যক্ত করেন৷ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজেপি ঊনকোটি জেলা সভাপতি রঞ্জন সিনহা, বিজেপি নেতা নীতিশ দে প্রমুখ৷