নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ ১২ চাকার গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হলেন এক মোটর শ্রমিক৷ আহত মোটর শ্রমিকের নাম রাজু গোপ৷ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ চম্পকনগর বাজার এবং জিরানিয়া কলাবাগানের মাঝামাঝি এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ পুলিশ অভিশপ্ত গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে৷
বৃহস্পতিবার বার বেলায় ১২ চাকার গাড়ির নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হলেন রাজু গোপ নামের এক মোটর শ্রমিক৷ ঘটনার বিবরণে জানা গেছে, রাজু গোপের বাড়ি জিরানিয়ার কলাবাগান এলাকায়৷ তিনি পেশায় মারুতি গাড়ির চালক৷ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ রাজু কলাবাগানস্থিত নিজ বাড়ি থেকে বেরিয়ে চম্পকনগর যান এবং সেখান থেকে বাড়ি ফিরে আসছিলেন৷ এমন সময় আগরতলাগামী একটি ১২ চাকার গাড়ি পেছন থেকে রাজু গোপকে সজোরে ধাক্কা দেয়৷ এতে রাস্তায় ছিটকে পড়েন রাজু৷ রাজুর ডান পায়ের উপর দিয়ে গাড়িটি দ্রুতবেবগে আগরতলায় চলে যায়৷ ঘটনার খবর পেয়ে চম্পকনগর ফায়ার স্টেশনের একটি দমকল গুরুতর আহত রাজুকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদিন জিবি হাসপাতালে আহত মোটর শ্রমিক রাজু গোপের স্ত্রী পিঙ্কি গোপ এই সংবাদ জানান৷ জানা গেছে, জিরানিয়া থানার পুলিশ অভিশপ্ত ১২ চাকার গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে৷ এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জিরানিয়া কলাবাগান এলাকায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়৷