নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের স্কুলে নিয়ে যেতে হবে না স্কুলব্যাগ| এমনই নির্দেশিকা জারি করেছে সিবিএসই বোর্ড | হোমওয়ার্কের ভারও অনেকটাই কমানো হচ্ছে | এছাড়াও অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলব্যাগের ভার কী ভাবে কমানো যায় তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের চিন্তাভাবনা করতে বলা হয়েছে |
বোর্ডের পক্ষ থেকে ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই সময়ে ছেলেমেয়েদের মেরুদন্ড এক বিশেষ স্তরে থাকে| এই অবস্থায় ভারী ব্যাগের চাপে তাদের মধ্যে কাঁধে ও পেশীতে ব্যথা, স্পাইনাল কর্ডে সমস্যা দেখা দিচ্ছে | এই ক্ষতি পূরণ হওয়া সম্ভব নয় | একথা মাথায় রেখে বোর্ডের সিদ্ধান্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের স্কুলে ব্যাগ নিয়ে যেতে হবে না | বাড়ির জন্য তাদের কোনও হোম ওয়ার্ক দেওয়া যাবে না| বইয়ের ভার লাঘব করার জন্য প্রয়োজন হলে পড়ুয়াদের বই ভাগাভাগিও করা যেতে পারে|