সর্বত্র শান্তির পরিবেশ বজায় রাখতে আহ্বান রাধাচরণের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ই সেপ্ঢেম্বর৷৷ সর্বত্র শান্তির পরিবেশ বজায় রাখতে আহ্বান করেছেন মুখ্য নির্বাহী সদস্য

images%5cradhacharan-debbarmaরাধাচরণ দেববর্মা৷ আজ এডিসির অধিবেশনে মুখ্য নির্বাহী সদস্য শ্রী দেববর্মা সদস্য রমেন্দ্র দেববর্মা অনীত জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের জবাবী ভাষণে এ আহ্বান রাখেন৷ সদস্য রমেন্দ্র দেববর্মার উত্থাপিত বিষয় হচ্ছে বিভেদ কামীদের রাজ্যে অশান্তি সৃষ্টির চক্রান্ত ব্যর্থ শান্তি সম্প্রতি বিভেদকামী শক্তি পুনঃরায় সাম্প্রদায়ীক দাঙ্গা বাঁধিবার চক্রান্তে লিপ্ত এডিসি এলাকার নানা স্থানে উলঙ্গভাবে সাম্প্রদায়ীক প্রচার সংগঠিত করেছে৷ এডিসি এলাকায় বাজার বন্ধ, জাতীয় সড়ক অবরোধ, ফেসবুক, টুইটার হোটাস আপগুলির মাধ্যমে গুজব ছড়িয়ে উপজাতি মধ্যে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রে লিপ্ত৷ দুই দশকের ও বেশী সময় ধরে রাজ্যে উপজাতি এলাকায় সন্ত্রাসবাদী সমস্যায় ক্ষত বিক্ষত৷ রাজ্যে জাতি উপজাতি উভয় অংশের শান্তিকামী জনগণের দীর্ঘ লড়াই৷ সংগ্রাম আত্মত্যাগের মধ্যে দিয়ে রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে৷ শান্তি প্রতিষ্ঠার সাথে সাথে উপজাতি এলাকায় উন্নয়ন আজ সারা দেশে নজির বিহীন৷ তাই এ রাজ্যের শান্তি প্রিয় মানুষ রাজ্যের উন্নয়ন অব্যাহত রাখতে শান্তি সম্প্রীতি বাজার রেখেও কায়েমী স্বার্থবাদী বিভেদকামীদের ষড়যন্ত্র রোধে সকলে এগিয়ে আসুন৷  এ রাজ্যে বার বার ভিবেদকামী শক্তিকে রাজ্যের জনগণ বর্জিত করেছেন৷ তার প্রকৃষ্ট উদাহরণ সদ্য সমাপ্ত সিমনা তকমাকারী উপ-নির্বাচন৷ মুখ্য নির্বাহী সদস্য বলেন উন্নয়নের   প্রথম শর্ত হচ্ছে শান্তি৷ শান্তির পরিবেশ না থকালে উন্নয়ন সম্ভব নয়৷  রাজ্যের কিছু সংখ্যক লোক রাজনৈতিক চরিতার্থ করার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র চালাচ্ছে৷ বিশেষ করে রাজ্যে ও এডিসির যৌথ কর্মসূচীগুলো ব্যহত করতে চাইছে৷ তিনি বলেন নানা সমস্যা ও গুজব ছড়াতে থাকলে পিছিয়ে পড়া জনগণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ গুজব সংবাদ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘরে ঘরে উন্নয়নের সুযোগ পৌঁছে দেওয়ার সহযোগিতা করতে তিনি আহ্বান জানান৷ এই আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্প দপ্তরের নির্বাহী সদস্য পরেশ চন্দ্র সরকার, পূর্ত দপ্তরের নির্র্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং, সদস্য অরুন ত্রিপুরা, কুমুদ দেববর্মা, বিয়াক থান কিমা, জয়কিশোর জমাতিয়া প্রমুখ৷