BRAKING NEWS

এবার ৪জি নেটওয়ার্কের পর ভারতে আসতে পারে ৫জি

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : এবার ৪জি নেটওয়ার্কের পর ভারতে আসতে পারে ৫জি| গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিতেই এই 5gপরিষেবা ভারতে আসতে পারে বলে মনে করা হচ্ছে| তবে এখনই সেই নেটওয়ার্ক এখানে চালু করা হবে কিনা তা নিয়ে এখনও টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে কিছু বলা হয়নি| মন্ত্রকের সচিব জে এস দীপক জানিয়েছেন, গোটা বিশ্বে ২জি নেটওয়ার্ক চালু হওয়ার প্রায় ২৫ বছর পর ভারতে তা প্রবেশ করে| এখানেই শেষ নয়, ৩জি নেটওয়ার্কের ক্ষেত্রেও বিশ্বের উন্নততম দেশগুলির সঙ্গে পাল্লা দিতে পারিনি আমরা| ৪জি-র ক্ষেত্রেও সময়টা নিছক কম নয়| বিশ্বজুড়ে ৪জি নেটওয়ার্ক চালু হওয়ার প্রায় পাঁচবছর পর তা এসেছে ভারতে| তাও এখনও গোটা দেশে তা চালু করা সম্ভব হয়নি| তাই এবার ৫জি নেটওয়ার্কের ক্ষেত্রে আর পিছিয়ে থাকতে চায় না ভারত| তাই গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়েই ভারতেও অবিলম্বে চালু করা হতে পারে ৫জি নেটওয়ার্ক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *