নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ ২৩ আগষ্ট আগরতলা শহরে আইপিএটির মিছিল ও সভাকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনার জন্য প্রশাসনিক দূর্বলতা ও শাসক দলের দুরভিসন্ধী রয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছে কংগ্রেস৷
হিংসাত্মক ঘটনার পর আগরতলা শহর ও শহরতলী সহ গোটা রাজ্যে যে অস্বস্তিকর ও অশান্তির পরিবেশ কায়েম হয়েছে তা দূর করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে৷ কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস নেতা বাপ্ঢু চক্রবর্তী ২৩ আগষ্টের ঘটনার জন্য প্রশাসনকে প্রত্যক্ষভাবে এবং শাসক দলকে পরোক্ষভাবে দায়ী করেছেন৷ তিনি বলেন, আইপিএফটি এর আগেও আগরতলা শহরে মিছিল ও সমাবেশ সংগঠিত করেছে৷ এসব কর্মসূচীর চরিত্র সম্পর্কে রাজ্যবাসী ও প্রশাসন অবগত রয়েছে৷ তা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা৷ ২৩ আগষ্ট আগরতলা শহরে সংগঠিত ঘটনার জন্য প্রত্যক্ষভাবে প্রশাসনের দুর্বলতাকেই দায়ী করেছে কংগ্রেসের ছাত্র যুব সংগঠন৷ সিপিএম পার্টির দুরভিসন্ধীর জন্যই ঘটনা সংগঠিত হয়েছে বলেও নেতৃবৃন্দ মন্তব্য করেছেন৷ প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী জানানো হয়েছে৷
আতঙ্কে যেসব ছাত্রছাত্রী, সরকারী কর্মচারীসহ অন্যান্য অংশের মানুষজন আগরতলা শহর ছেড়ে গ্রাম পাহাড়ে চলে গিয়েছেন তাদেরকে পুনরায় ফিরিয়ে আনার জন্য কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবী জানানো হয়েছে৷ সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়েছে, সকলেই শান্তিপ্রীয় ভাবে আমরা বসবাস করতে চাই৷ ছাত্রছাত্রীরা যাতে শহরে ফিরে আসে সেজন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে৷