BRAKING NEWS

প্রধান শিক্ষিকার গাফিলতিতে দু’বার ছাত্রছাত্রীদের খাওয়ানো হলে কৃমিনাশক ওষুধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার গাফিলতিতে একই সুকলে পরপর দুইবার কৃমিনাশক GenericMedicinessssssঔষধ খাওয়ানোর অভিযোগ উঠেছে৷ একই মাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়েছে কৃমিনাশক ঔষধ৷ কলকলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্বজ্ঞানহীন ভূমিকা ক্ষোভে ফুসছেন অভিভাবকরা৷ সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে সপ্তাহব্যাপী কৃমিনাশক ঔষুধ খাওয়ানো হয় রাজ্যেও৷ বিদ্যালয়ের প্রধান-শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় বামুটিয়া কলকলিয়া উচ্চ বিদ্যালয়ে একই ক্লাসে পর পর ২ বার কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর অভিযোগ উঠেছে খোদ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে৷ চলতি মাসের ১০ তারিখ একবার খাওয়ানো হয় ঔষুধ৷ দপ্তর থেকে নির্দেশ আসে যে সমস্ত ছেলে মেয়েরা ঔষুধ খায়নি তাদের আরেক দিন খাওয়ানো হবে৷ সেই মোতাবেক প্রধান শিক্ষিকা সপ্তম শ্রেণীতে গিয়ে নিজে হাতে ছেলে-মেয়েদের ঔষুধ তুলে দেন৷ অনেক শিক্ষক-শিক্ষিকা তাদের বাধা দিলেও তিনি এতে কর্ণপাত করেন নি বলে অভিযোগ৷ দেখা গেছে একই শ্রেণীর পাপিদা পাল, শুনালিপা পাল, আশিষ সরকাররা একই সপ্তাহে দুইবার ঔষুধ খেয়েছে৷ অভিভাবকরা এ নিয়ে চাপ সৃষ্টি করতেই নড়েচড়ে বসেছে অন্যান্য অভিভাবকরা৷ এই অভিযোগ স্বীকার করেছেন প্রধান শিক্ষিকা পাঞ্চালী দেববর্মা৷
এদিকে ঘটনায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয় -অন্যদিকে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে৷ কেননা কৃমিনাশক ঔষুধ নিয়মমাফিক না খেলে মারাত্মক অসুবিধায় পড়তে হতে পারে৷ এক্ষেত্রে এখন নানা প্রশ্ণ দেখা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *