BRAKING NEWS

কল্যাণপুরে তুফানে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ আগষ্ট৷৷ রবিবার আচমকা ঝড় বৃষ্টিতে কল্যাণপুরের লক্ষ্মীনারায়ণপুর গাঁওসভার আমতলী RAINগ্রামে খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর একটি বড় কড়ইগাছ ও বেশ কিছু সংখ্যক সুপারী গাছ ভেঙ্গে পড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়৷
সংবাদে প্রকাশ, এদিন সকালে আচমকা কল্যাণপুরে ঝড় তুফান আসে৷ রাস্তার পাশে বিদ্যুৎ পরিবাহী তারের উপর গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়৷ তাছাড়া রাস্তার উপর গাছ পড়ে যাওয়ায় ঐ সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে৷ কয়েকটি বিদ্যুতের খঁুটিও ভূপাতিত হয়৷ স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ নিগমের অফিসকে জানান৷ বিদ্যুৎ কর্মীরা সংযোগ ছিন্ন করে দেয়৷ তারপরই স্থানীয় লোকজন গাছগুলি কেটে খোয়াই তেলিয়ামুড়া সড়ক স্বাভাবিক করেন৷
এদিকে, বিদ্যুৎ নিগমের কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছেন৷ প্রায় ৩৫টি বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে৷ সবগুলি বাড়িতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে দুই একদিন সময় লাগবে বলে বিদ্যুৎ নিগম সূত্রে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *