রিও ডি জেনেইরো, ১৭ আগস্ট (হি.স.) : রিও অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে জ্যামাইকাকে প্রথম সোনা এনে দিয়েছেন ওমর ম্যাকলিওড| স্পেনের অরলান্ডো ওর্তেগাকে হারিয়ে সেরা হন তিনি | তাঁর ইভেন্ট শেষ করতে ১৩.০৫ সেকেন্ড সময় নেন ২২ বছর বয়সী ওমর| ১৩.১৭ সেকেন্ড সময় নিয়ে রুপোর পদক গলায় ঝোলান ওর্তেগা| ফ্রান্সের দিমিত্রি বাসকু জিতেছেন ব্রোঞ্জ| সেরা তিন নিশ্চিত করতে তাঁর সময় লাগে ১৩.২৪ সেকেন্ড| উল্লেখ্য, অলিম্পিক ইতিহাসে এই ইভেন্টটিতে এ প্রথম পদকহীন থাকলো মার্কিন যুক্তরাষ্ট্র|
2016-08-17