বিশেষ প্রতিনিধি, উদয়পুর, ১৬ আগস্ট৷৷ উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুর শহরে৷ হাসপাতালের দোতলায় একটি পরিত্যক্ত ঘরে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ৷ মহিলার দেহে পচন ধরে যাওয়ায় মৃতদেহ সনাক্ত করা যায়নি৷ পুলিশ তদন্তে নামলেও কোন ক্লু খোঁজে পায়নি৷
মঙ্গলবার সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ৷ এদিন সকাল আনুমানিক ১০টায় হাসপাতালের দোতলায় এক অজ্ঞাত পরিচয় মহিলার উলঙ্গ মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহে পচন ধরে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাধাকিশোরপুর থানার ওসি মিলন দত্ত৷ এদিন সকালে হাসপাতালের সাফাই কর্মীরা দোতলায় সাফাইয়ের কাজে গেলে পরিত্যক্ত ঘরে থেকে দুর্গন্ধ পায়৷ এরপরই তাদের নজরে আসে একটি মৃতদেহ মেঝেতে পরে আছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃত মহিলার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে৷ ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক রাজেন্দ্র দত্ত, মহিলা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী৷
মৃতদেহ যেভাবে পড়েছিল তাতে সন্দেহ করা হচ্ছে ধর্ষণের পর খুন করা হয়েছে৷ তবে তা বোঝা যাবে ময়না তদন্তের পর৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদয়পুর শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷
2016-08-17