পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম আটজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, বক্সনগর, ১৬ আগস্ট৷৷ দ্রুতগামী মারুতি ইকোর ধাক্কায় গুরুতর আহত হয়েছেন road acccident copy২জন৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বড়জলার জনকল্যাণ সংঘের সামনে৷ আহতরা হলেন সৌমেন্দ্র দেব ও সঞ্জীব দত্ত৷ এদিন দুপুরে নতুননগর থেকে বটতলা আসার পথে একটি মারুতি ইকো দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় সঞ্জীব দত্ত নামে এক বাইসাইকেল আরোহীকে৷ তিনি ছিটকে গিয়ে পড়েন সুকটি চালক সৌমেন্দ্র দেবের উপর৷ এরপরে গাড়িটি পরপরই দুজনকে ধাক্কা দেয়৷ আহত হন দুজনই৷ দমকল বাহিনী আহত দুজনকে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে৷ তাদের অবস্থা আশঙ্কাজনক৷ রামনগর ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, সুকটি ও বাইসাইকেলটি আটক করেছে৷ মামলাও হাতে নিয়েছে৷ কিন্তু ইকো চালক পলাতক৷
আবারও তেলিয়ামুড়া শহরের উপর আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনা৷ দুর্ঘটনায় আহত পাঁচজন৷ এর মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক৷ ঘটনায় জানা যায় তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনীতে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর০১-সি-২৬০৩ নম্বরের একটি অটো গাড়ি রাস্তার মধ্যেই পাল্টি খায়৷ এতে অটোতে থাকা পাঁচজন যাত্রী আহত হয়৷ ফুলন ঋষি(৩২), রীণা ঋষিদাস(৩৭), সুরবলা দাস(৪৮), মিলন দাস(৩২)৷ আর একজন অল্পবিস্তর আহত হয়৷ এর মধ্যে ফুলন ঋষি দাস, ও সুরবলা দাসকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে জিবিতে রেফার করা হয়৷ দুপুর ২টা নাগাদ ঘটনা৷
দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক পথচারী৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল পৌণে এগারটা নাগাদ কলমচৌড়া থানার অধীন বক্সনগর এলাকায়৷ আহত পথচারীর নাম সিমল সরকার৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-এএম-০৬০৭ নম্বরের কেটি মারুতী ভ্যান তাঁকে ধাক্কা দেয়ে৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে তিনি গুরুতর জখম হন৷ সঙ্গে সঙ্গেই তাঁকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ এদিকে, কলমচৌড়া থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে মারুতী ভ্যানটি আটক করেছে৷