নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): পাকিস্তানে যাওয়া এবং নরকে যাওয়া একই ব্যাপার| মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর| ঠিক একদিন আগে সোমবার, স্বাধীনতা দিবসের ভাষণে বালুচিস্তানের ‘ফ্রিডম’ ও পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে নিজের গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পরের দিন মঙ্গলবার, পাকিস্তান-কে নরকের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী| মনোহর পার্রিকর বলেছেন, ‘পাকিস্তানে যাওয়া এবং নরকে যাওয়া একই ব্যাপার|’
স্বাধীনতার দিবসের ভাষণে বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গ সামনে এনে পাকিস্তানের কড়া সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বালুচিস্তান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যে সহমত কংগ্রেসও| এআইসিসির মুখপাত্র রণদীপ সুরেজওয়ালা বলেছেন, পাকিস্তানের সংস্থা ও সশস্ত্র বাহিনীর দ্বারাই সন্ত্রাস সংগঠিত হচ্ছে| মানবাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার দরকার|
2016-08-16