নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ১৩ সিমনা তমাকারি (এসটি) নির্বাচন ক্ষেত্রের উপনির্বাচনে সাতজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ আজ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন কোন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর যারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তারা হলেন- ভারতীয় জাতীয় কংগ্রেসের কিশোর দেববর্মা, সিপিআই(এম) প্রার্থী কুমুদ দেববর্মা, ভারতীয় জনতা পার্টির হিরামণি দেববর্মা, টিপিপি প্রার্থী অনন্ত উরাং, আইএনপিটি দলের প্রার্থী নির্মল দেববর্মা, আইপিএফটি প্রার্থী মঙ্গল দেববর্মা এবং নির্দল প্রার্থী সোনাচরণ দেববর্মায এডিসি’র ১৩-সিমনা তমাকারি উপনির্বাচন ক্ষেত্রের রিটার্নিং অফিসার সোমবার এই সংবাদ জানিয়েছেন৷
আসন্ন ১৩ সিমনা-তমাকারী (এসটি) জেলা পরিষদ ২০১৬ উপনির্বাচনে ভোট পূর্ব, ভোটের সময় এবং ভোট পরবর্তী হিংসা এড়ানোর লক্ষ্যে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডা মিলিন্দ রামটেকে এক বিজ্ঞপ্তিতে মোহনপুর মহকুমার অন্তর্গত সমস্ত প্রকার লাইসেন্স প্রাপ্ত আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে জমা দিতে নির্দেশ দিয়েছেন৷ আগ্ণেয়াস্ত্র আইন, ১৯৫৯ অনুসারে জেলা শাসক এই আদেশ জারি করেছেন৷ ব্যাঙ্কে নিরাপত্তার কাজে নিয়োজিত সিকিউরিটি গার্ডদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছাড়া লাইসেন্স প্রাপ্ত সমস্ত আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ১৬ আগস্ট , ২০১৬ এর মধ্যে জমা দিতে হবে৷ অন্যথায় আগ্ণেয়াস্ত্র আইন, ১৯৫৯ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
আদেশে বলা হয়েছে, কোন ব্যক্তির হেপাজতে উল্লিখিত তারিখের পরেও আগ্ণেয়াস্ত্র বা গোলাবারুদ পাওয়া গেলে আগ্ণেয়াস্ত্র আইন, ১৯৫৯ অনুযায়ী দোষী সাব্যস্থ হবেন এবং তাদের আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হবে৷ এই আদেশ উপনির্বাচনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে৷