নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ আগষ্ট৷৷ আবারো বাইক এবং সুকটির মুখোমুখী সংঘর্ষে আহত হয়েছে চারজন৷ এর মধ্যে দুই জনের অবস্থা সঙ্কজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে চারটা নাগাদ অম্পি-তেলিয়ামুড়া সড়কে৷
সংবাদে প্রকাশ, টিআর-০১-টি-৭৬২০ নম্বরের একটি বাইক তেলিয়ামুড়া থেকে তৈদুর দিকে যাচ্ছিল৷ বাইকের চালক মন্টু দেববর্মা (৩২)৷ বিপরীত দিক থেকে তিনজন যুবক কাহাম দেববর্মা (২১), আকাশ জমাতিয়া (১৮) এবং রোস্তম দেববর্মা (১৮) টিআর-০৬-৮০৩৭ নম্বরের একটি সুকটি নিয়ে তেলিয়ামুড়া শহরের আসছিল৷ গামাইবাড়ি এলাকায় বাইক ও সুকটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে বাইক ও সুকটি থেকে ছিটকে পড়ে চারজনই৷ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়াস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা৷ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিয়ে যায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে৷ বাইকের চালক মন্টু দেববর্মা ও সুকটি চালক রোস্তম দেববর্মার অবস্থা সংকটজনক হওয়ায় তাদের আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ সুকটি ও বাইকটি আটক করেছে৷ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সুকটির চালক সহ দুই আরোহী নেশাগ্রস্ত ছিল৷ তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পড়েছে৷