নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, আগরতলা, ৫ আগষ্ট৷৷ যান দুর্ঘটনায় আসাম আগরতলা জাতীয় সড়ক প্রায় তিন ঘন্টার জন্য
স্তব্ধ৷ আটকে পড়েছে উভয় দিকে কয়েকশো গাড়ি৷ নেই প্রশাসনের তৎপরতা, যাত্রীদের মধ্যে হয় ক্ষোভের সঞ্চার৷ পরবর্তী সময়ে সন্ধ্যা ৬টা নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ ও মুঙ্গিয়াকামী থানার পুলিশের যৌথ সহযোগীতায়, রিকোভারী ভ্যান এসে রাস্তা স্বাভাবিক করতে সক্ষম হয়৷ ঘটনায় জানা যায় শুক্রবার দুপুর ২টা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন চালমাঘাটের বিশ্বকর্মা মন্দির সংলগ্ণ এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে ধর্মনগর থেকে টিআর০১এবি- ১৯১৮ নম্বরের ম্যক্স পিক আপ ট্রাকের সাথে অগারতলা থেকে ধর্মনগরগামী টিআর০১সি-১৮৪১ নম্বরের ১২ টাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ ট্রাকটি এফ সি আই এর চাল নিয়ে ধর্মনগর যাচ্ছিল৷ সংঘর্ষে মেস্কি ট্রাকের চালক সৌগত চৌধুরী (৩৬) ও তার সহ চালক সঞ্জিব সরকার (৩৭) আহত হয়৷ এলাকাবাসী অগ্ণী নিবার্পক দপ্তরে খবর দিলে দমকল বাহিনী তাদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে মেস্কি ট্রাকের চালক সৌগত চৌধুরী অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে৷ ট্রাক গাড়ির চালক পলাতক৷ পুলিশ গাড়ি দুটিকে আটক করে৷
এদিকে, খয়েরপুর-আমতলী বাইপাসের মহেশখলা এলাকায় একটি বালিবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর জখম হয়েছে বাইক চালক৷ গুরুতর আহত বাইক চালকের নাম অমৃত দাস৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অমৃত দাসকে উদ্ধার করে জি বি হাসপাতালে পাঠায়৷ অন্যদিকে চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ এই ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা দেখা গেয়৷ স্থানীয় ক্ষুব্ধ জনগতা পথ অবরোধ করে রাখে বাইপাসে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ আটক করা হয়েছে ট্রাক ও বাইকটিকে৷ স্থানীয় জনগণের অভিযোগ প্রতিদিন মাত্রাতিরিক্ত গতিতে এই বাইপাস দিয়ে প্রচুর সংখ্যায় যানবাহন যাতায়াত করে৷ এই বিষয়ে পুলিশের তরফ থেকে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷
এদিকে, শহরের লাল বাহাদুর ক্লাব সংলগ্ণ এলাকায় শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অটোর ধাক্কায় রিক্সা নিয়ে ছিটকে পড়ে এক রিক্সা চালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ তার নাম প্রবাল ঋষিদাস৷ বাড়ি রানীরবাজারে৷ তাকে জি বি হাসপাতালে ভতি করা হয়েছে৷ অটো নিয়ে চালক পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় জনগণ৷ পুলিশ অটো চালককে খঁুজছে৷