BRAKING NEWS

মেলাঘরে উচ্চ ক্ষমতার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের

death electric shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগষ্ট৷৷ বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মেলাঘরের বৈরাগীবাজার এলাকায়৷ নিহত শ্রমিকের নাম বিল্লাল মিয়া (৩০)৷ তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, স্থানীয় ঠিকাদার শংকর চক্রবর্তীর অধীনে শ্রমিকরা বিদ্যুৎ পরিবাহী তার সংস্কারের কাজ করছিল৷ বৈরাগী বাজার এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ করার সময় বিল্লাল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন৷ জানা গিয়েছে, বিল্লাল মিয়া একটি খঁুটির উপর বিদ্যুৎ পরিবাহী তার সংস্কার করছিলেন৷ তখন হঠাৎই তাঁর হাত উচ্চ ক্ষমতাসম্পন্ন তারের সংস্পর্শে চলে যায়৷ তাতে পুরো শরীর ঝলসে যায়৷ প্রায় একঘন্টা যাবৎ বিল্লাল মিয়ার ঝলসানো দেহ খঁুটির উপর বিদ্যুতের তারের সাথে লেগে থাকে৷ পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিল্লাল মিয়ার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ পরে খবর দেওয়া হয় নিহতের পরিবার পরিজনদের৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ এদিকে, ঠিকাদার শংকর চক্রবর্তী ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না৷ অন্যদিকে, নিহতের পরিবারের লোকজন বিল্লাল মিয়ার অকাল মৃত্যুত সরকারী সাহায্য দাবী করেছেন৷ শ্রমিক বিল্লাল মিয়ার অকাল প্রয়াণে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে৷ বিল্লাল মিয়াই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি৷ এদিকে, এই বিষয়ে বিদ্যুৎ নিগমের ভূমিকাও সন্তোষজনক নয় বলে এলাকাবাসী সূত্রে খবর৷ পুরোপুরি বিদ্যুৎ পরিষেবা বন্ধ না করে পরিবাহী তার সংস্কারের কাজ করার ঘটনায় ক্ষোভ বিরাজ করছে জনমনে৷ এলাকাবাসীর অভিযোগ এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক দেওয়া হয়না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *