BRAKING NEWS

বিশালগড়ে পুলিশী অভিযানে বিস্তর পরিমাণ গাঁজা উদ্ধার

GANJAনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ আগস্ট ৷৷ যুূব সমাজকে ধংস করছে এবং প্রতিনিয়ত ধবংস করেই চলছে সর্বনাশা নেশা৷ ফেন্সীডিল, মদ, গাঁজা, প্রভূতি৷ গাঁজার চোরাচালান আগের মতোই ওঠানামা করছে৷ গাঁজা সমাজ, জাতি এবং দেশকে প্রভূত ধবংসে নিমজ্জিত করে চলছে৷ ধবংস করে যুব সমাজ সমূহ রাজ্যের আপাময় জনসাধারনকে৷ গাঁজার বিশুদ্ধ ছোবলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ বুধবার ১১টায় গোপন সূত্রের খবরে এসডিপিও প্রবীর পাল, থানা অফিস ইনচার্জ সত্যেন বসু রায় চৌধুরী, মহিলা থানায় অফিসার আশালতা ও  ডিসিএম উত্তম দাস বৈষ্ণব বাবুর নেতৃত্বে ধরা পড়ল ৭০০ কেজি গাঁজা৷ বিশালগড় এলাকায় নবীনগর গ্রামের আষু মিঞার বগতবাড়ীর নিকটে রাবার বাগানে তিন ফুট গত থেকে উদ্ধার করা হয় ৭টি ড্রামভর্ত্তি গাঁজা৷ গাঁজার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ্য টাকা৷ এই সাতটি ড্রাম মাটির নীচে পোঁতা ছিল৷ গোপন সূত্রে আজ বিশালগড় থানার সবচেয়ে বড় ধরনের অভিযান চালিয়ে সাফল্য অর্জন করে৷ পুলিশ বাহিনী ও ডিসিএম উত্তম দাস বৈষ্ণবের যৌথ উদ্যোগে অভিযানে নেমে এলাকায় যুব  সমাজকে ধবংস করছে৷ আর এই নেশাজাত দ্রব্যের যোগান দিচ্ছে আমাদের এলাকায় উশৃঙ্খল পুরায় কিছু চোরাচালান কারবাসী মাতববর৷ কিন্তু গাঁজা মস্তিকের বিকৃতি ঘটায়৷ গাঁজা সেবনকারীরা অসংলগ্ণ আচরন করে অসংলগ্ণ কথা বলে৷ গাঁজা মানুষকে অলস ও কর্মবিমুখ বানিয়ে ফেলে৷ তাই অপনারা এই নেশা থেকে দূরে থেকে সমাজ ব্যবস্থাকে পাল্টে দেওয়ার মতো কিছু বিধি নিষেধ তৈরী করার সাথে যুব সমাজকে রক্ষা করা যায়৷ শান্তি, রক্ষার ক্ষেত্রে বেকার যুব সমাজকে দায়ী করলেও বই চোরাচালান কারবাসী ব্যবসায়ীদের জন্যই এই পরিস্থিতির কারন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *