নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১ আগষ্ট৷৷ স্বজন পোষণ ও দুর্নীতির প্রতিবাদ করে পঞ্চায়েত থেকে সদস্যপদে ইস্তফা দিলেন সিপিএমের দুই নির্বাচিত জনপ্রতিনিধি৷ ঘটনা সাব্রুম মহকুমার উত্তর পশ্চিম জলেফা গ্রামে৷
সংবাদে প্রকাশ, ঐ গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার সিপিএমের নির্বাচিত জনপ্রতিনিধি অরুণ দেবনাথ এবং হাইসুকল পাড়ার সিপিএমের নির্বাচিত জনপ্রতিনিধি রাখাল দেবনাথ সোমবার স্থানীয় বিডিওর কাছে তাঁদের ইস্তফা পত্র তুলে দিয়েছেন৷ একই সঙ্গে তাঁরা পঞ্চায়েত প্রধানকেও ইস্তফাপত্র দিয়েছেন৷
এদিকে, তাঁদের ইস্তফা দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই শাসক দলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অন্যদিকে যাঁরা পদত্যাগ করেছেন তাঁরা জানিয়েছেন, সিপিএম দলের নেতারা ব্যাপক স্বজন পোষণ করে চলেছে৷ নানাহ সরকারী প্রকল্পের টাকা আত্মসাৎ করে চলেছেন৷ এইসব অনৈতিক কাজের প্রতিবাদ করলে তাঁদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়৷ এরই প্রতিবাদে এই দুইজন পঞ্চায়েত সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে তাঁরা জানান৷