নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ নয় বছর পর আন্তঃরাজ্য পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে৷ শনিবার নয়াদিল্লীতে এই বৈঠক হবে৷ বৈঠকে যোগ দিতে শুক্রবারই দিল্লী গিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে আন্তঃরাজ্য পর্ষদের একাদশ বৈঠক অনুষ্ঠিত হবে৷ দশম বৈঠকটি ২০০৬ এর নয় ডিসেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছিল৷ আগামীকালের এই বৈঠকে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু, জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি এবং প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর সহ ১১ জন রাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন৷ এছাড়াও পর্ষদের স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, রামবিলাস পাশোয়ান, রবিশংকর প্রসাদ এবং স্মৃতি ইরানী৷ এই বৈঠকে মূলত কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত পুঞ্জি কমিশনের সুপারিশ সমূহ, চিহ্ণিত কালের ব্যবস্থা হিসেবে আধার ব্যবহার এবং ভর্তুকি, সুযোগ সুবিধা ও জনপরিষেবা প্রদানে প্রত্যক্ষ সুযোগ সুবিধা হস্তান্তর, বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা পরিণতি স্থিতি উন্নত করা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আলোচনা হবে৷ প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় আন্তঃরাজ্য পর্ষদের সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আঞ্চলিক পর্ষদের বৈঠকগুলির আয়োজন করে৷ এই ধরনের বৈঠকে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রের বিষয় সমূহ, পরিকাঠামো ব্যবস্থা, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
2016-07-16