নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ সন্ধ্যা রাতে যান দুর্ঘটনা৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার গুংরাইছড়া গ্রামে৷ খবরে জানা গিয়েছে, সন্ধ্যা ৭ টা নাগাদ কল্যাণপুর পোস্ট অফিসের মাস্টারবাবু দীপক দাস সহ অন্য আরেকজনকে নিয়ে খোয়াইয়ের আমপুরাস্থিত অনুকূল ঠাকুরের উৎসব থেকে নিজের টিআর- ০১এফ-৮৫৩১ নম্বরের গ্লেমার বাইক নিয়ে কল্যাণপুরের উদ্দেশ্যে ফিরছিল৷ গুংরাইছড়া গ্রামের সড়কে আসতেই পেছন দিক থেকে স্বজোরে একটি টিআর০১- পি-০২৯২ নম্বরের অল্টো গাড়ি ধাক্কা মারে৷ সাথে সাথে মোটর বাইক থেকে ছিটকে পড়ে যান দীপকবাবু৷ খবর পেয়ে দমকলের গাড়ি এসে দীপকবাবুকে নিয়ে যায় কল্যাণপুর হাসপাতালে৷ পুলিশ এসে গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়৷ একাংশ এলাকাবাসীর অভিযোগ গাড়ির চালক মদমত্ত অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা৷ তবে গাড়ির চালককে গ্রেপ্তার করতে পারেনি৷ সন্ধ্যারাতে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য৷
2016-02-22