নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ ফেব্রুয়ারি৷৷ তেলিয়ামুড়া মহকুমা শাসক দল বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হলে ও কয়েকটি ভিলেজে এ আই পি এফটির জন্যে মাথা ব্যাথা হতে পারে শাসক দলের৷ মুঙ্গিয়াকামী ব্লক সহ তেলিয়ামুড়া ব্লক ও কল্যান পুর ব্লকের সিংহ ভাগ জায়গাতেই বিরোধী আই পি এফটি দলের পক্ষে বর্তমান সরকারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে৷ পাহাড়ী জনপদ গুলিতে বসবাস করত উপজাতিদের জন্যে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের নামজারী থাকলেও দীর্ঘ কয়েক দশক ধরে সেই সকল এলাকায় যাবতীয় সুযোগ সুবিধা গিয়ে আজ পর্যন্ত পৌঁছায় নি একজন সন্ত্রাসবাদী দলের একনিষ্ঠ কর্মী হয়ে ও বর্তমান সরকারের প্রথম সারিতে বসে দিব্যি রাজ পথ সহ সরকারী যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন৷ আর তাদের সুমবিলাশের টাকা সাধারন জনগনরাই দিচ্ছেন৷ তবে যারা তাদের বিলাশের জন্যে প্রতি ৫ বছরে কোটি কোটি টাকা নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিচ্ছেন তাদের জন্যে বর্তমান সরকারের কয়েকজন হরগ নেতারা ওই সকল কর্মী মানুষদের স্বার্থ রক্ষার্থে না ভেবে দিব্যি নিজেদের পকেট ভারী করে যাচ্ছেন তবে তো প্রশ্ণ উঠবেই৷ আর এডিসি ভিলেজ নির্বাচনে ইতিমধ্যে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে৷ ২০১৬ সালের এডিসি ভিলেজ নির্বাচনে আই পি এফ টি এ শাসক দলের অন্তর মহলের গভীর উপজাতিদের সুযোগ সুবিধা গুলিকে নিয়ে ইতিমধ্যে তিপ্রা ল্যান্ডের দাবী নিয়ে পাহাড়ে চাষ বেড়াচ্ছেন৷ ত্রিপুরা এই আই পি এফ টি রাজ্যে কমিটির সভাপতি অঘোর দেববর্মা আমাদের দূনীতি এবং স্বজন পোষন সহ বর্তমান ত্রিপুরার জনজাতী সহরাজ্যের মধ্যে বিদেশী মদত দাতাদের দৌড় করার লক্ষ্যে বর্তমান আই পি এফ টি সংগ্রাম৷ তিনি একান্ত স্বাথাত কারে আরো বলেন এই বর্তমান সরকারটা মানুষদের বিরুদ্ধে রাজনীতি করে৷
2016-02-09