BRAKING NEWS

সেটটপ বক্সের মর্জিমাফিক মূল্য, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর

set top boxনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ বাজারে সাড়ে পাঁচশ টাকায় সেটটপ বক্স পাওয়া গেলেও আগরতলায় সর্বাধিক সতেরশ থেকে আঠারশ টাকায় বিক্রি হচ্ছে৷ বুধবার ত্রিপুরা রাজ্যের গ্রাহকদের কাছে সেটটপ বক্স সরবরাহের সংকট এবং এর সঠিক মূল্য নির্ধারণ সম্পর্কে দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা জানান, ট্রাই-এর চারটি স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে যেগুলি গ্রাহকরা মাসিক ভাড়ার ভিত্তিতে নিতে পারবেন৷ সিকিউরিটি ডিপোজিট চারশ টাকা এবং মাসিক ভাড়া ৫৫ টাকা ৬৬ পয়সা থেকে শুরু করে সিকিউরিটি ডিপোজিট ৮০০ টাকা এবং মাসিক ভাড়া ৩২ টাকা ৯৩ পয়সা মোট চারটি প্যাকেজ রয়েছে৷ তবে, তথ্য ও সংসৃকতি মন্ত্রীর দেওয়া তথ্যে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ স্পষ্টীকরণ দাবি করে বলেন, বাজারে এমনকি অনলাইনে পাঁচশ থেকে সাড়ে পাঁচশ টাকা করে সেটটপ বক্স পাওয়া যাচ্ছে৷ অথচ এ রাজ্যে প্রতি সেটটপ বক্স গ্রাহকদের কাছ থেকে সতেরশ থেকে আঠারশ টাকা করে নেওয়া হচ্ছে৷ তাতে তথ্য ও সংসৃকতি মন্ত্রী জানান, জেলাশাসকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, প্রতি সেটটপ বক্স সর্বাধিক বারশ থেকে তেরশ টাকার বেশি হবে না৷ মূলত, সেটটপ বক্সের বিক্রয় মূল্যের সাথে বিভিন্ন কর, পরিবহণ খরচ এবং লাভাংশ যুক্ত করেই এই মূল্য নির্ধারিত হয়েছে৷ তবে, রাজ্যের গ্রাহকদের কাছ থেকে যদি অধিক মূল্য আদায় করা হয়ে থাকে সে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দেন তিনি৷ পাশাপাশি, এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি৷
উল্লেখ্য, দৃষ্টি আকষর্ণী নোটিশ সম্পর্কে তথ্য ও সংসৃকতি মন্ত্রী জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক থেকে জানা গেছে, ত্রিপুরাতে একমাত্র সৃষ্টি-ই হচ্ছে মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) যারা গ্রাহকদের কাছে সেটটপ বক্স সরবরাহ করছে৷ এব্যাপারে জেলাপ্রশাসন সংশ্লিষ্ট এমএসওর সাথে ইতিমধ্যে গত ২৬ নভেম্বর, ১০ ডিসেম্বর এবং এবছর ৪ জানুয়ারি বৈঠক করে আলোচনা করেছে৷ এমএসওর তথ্য অনুযায়ী তারা ইতিমধ্যে ২০৮০০টি সেটটপ বক্স সরবরাহ করেছে৷ তার মধ্যে ১৭১৫০টি সেটটপ বক্স দেওয়া হয়েছে শুধুমাত্র পশ্চিমজেলায়৷ ২০১৬ সালের এপ্রিলের মধ্যে এমএসও ৫০ হাজার টি সেটটপ বক্স সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ পাশাপাশি জানান সেটটপ বক্সের মূল্য সম্বন্ধীয় সরকারের কাছে কোন তালিকা নেই এবং এই মূল্য ট্রাই-অ্যাক্ট ১৯৯৭ অনুযায়ী বাজারে প্রচলিত নিয়ম অনুসারে নির্ধারিত হয়ে থাকে৷
এদিন, তিনি আরো জানিয়েছেন, আগামী ১৪ এবং ১৫ জানুয়ারি জেলাশাসকের সাথে এমএসওর বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে এমএসও’র সেটটপ বক্সের মূল্য নিয়ে রিপোর্ট জানাতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *