BRAKING NEWS

বুধবার আগরতলায় ব্রডগেজে যাত্রীবাহী রেলের ট্রায়াল রান

CM MANOJনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ বুধবার আগরতলায় প্রথম ব্রডগেজ যাত্রীবাহী রেলের ট্রায়াল রান এর অভ্যর্থনা জানাবেন রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ কুমার সিনহা৷ দুপুর দেড়টায় আগরতলা স্টেশনে আনুষ্ঠানিকভাবে তিনি অভ্যর্থনা জানাবেন৷ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবহণ মন্ত্রী মানিক দে, রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী, লোকসভার সাংসদ শংকর প্রসাদ দত্ত, রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এবং বাধারঘাট কেন্দ্রের বিধায়ক দিলীপ সরকার৷ মহাকরণ সূত্রে জানা গিয়েছে, এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল৷ কিন্তু কোন এক কারণে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না৷ অবশ্য মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক বৈঠক শেষে রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ কুমার সিনহা সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানিয়েছেন, যাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে রেলের যাত্রা শুরু হওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন৷ এদিকে, এই ট্রায়াল রানের অভ্যর্থনাকে ঘিরে ব্রডগেজের যাত্রীবাহী রেলের ইঞ্জিন সহ বগি আগরতলার কাছে যোগেন্দ্রনগর স্টেশন রাখা হয়েছে৷ বুধবার সকালে রেলটি বাধারঘাটে আগরতলা স্টেশনে পৌঁছবে৷ এই অভ্যর্থনা অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই রেলওয়ের তরফে সমস্ত রকম প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *