নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ এখন আর খাদ্য সামগ্রীর গুনমান পরীক্ষা করার জন্য বহিঃরাজ্যে পাঠাতে হবেনা নমুনা৷ বোধজংনগর শিল্প নগরীতে খাদ্য সামগ্রীর গুণমান পরীক্ষা করার জন্য একটি অত্যাধুনিক ফুড টেষ্টিং লেবরেটরি গড়ে তোলা হয়েছে৷ এটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম৷ আজ বোধজংনগরে শিল্প উন্নয়ন নিগমের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে টি আই ডি সি-র চেয়ারম্যান সাংসদ জীতেন্দ্র চৌধুরী একথা জানান৷ তিনি জানান, স্বাস্থ্যের প্রয়োজনেই এধরণের লেবরেটরি খুবই প্রয়োজন ছিল৷ এখন থেকে জাতীয় খাদ্য সামগ্রী এই লেবরেটরিতে পরীক্ষা করার সুবিধা থাকবে৷
সাংসদ শ্রীচৌধুরী আরও জানান, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের সহায়তায় মোডিফাইড ইন্ডাষ্ট্রিয়াল ইনফ্রাষ্ট্রাকচার আপগ্রেডেশন স্কীমে (এম আই আই ইউ এস) বোধজংনগর এবং আর কে নগর শিল্পনগরী এলাকার সার্বিক উন্নয়নে ১১২২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ শিল্প প্রসারের লক্ষ্যে এই দুই এলাকাকে আরও সম্প্রসারিত করা হচ্ছে৷ এই শিল্পনগরীকে আরও সুন্দর ভাবে গড়ে তোলার প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, যে সব উদ্যোগী এখানে শিল্প কারখানা করার জন্য আসছেন না আগামীতে আসবেন তাদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ দেওয়া হচ্ছে৷ এছাড়াও তিনি শিল্প নগরীর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন৷
শ্রী চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে জানান, বেশ কয়েকটি চিটফান্ড সংস্থা এখানে শিল্প স্থাপনের জন্য জমি নিয়েছিল, উদ্বোধনও করেছিল৷ কিন্তু তারা শেষ পর্য্যন্ত ঝাপ বন্ধ করে দিয়েছে৷ তবে এক্ষেত্রে রাজ্য সরকারের তেমন কোন ক্ষতি হয়নি৷ এদিকে, সাংবাদিক সম্মেলনে টি আই ডি সি-র এমডি ভিজে জেনার, টি আই ডি সি-র জেনারেল ম্যানেজার শ্যামল দেব উপস্থিত ছিলেন৷