নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ গত নয় জানুয়ারি কৈলাসহরের পাইতুরবাজারে মারামারি হয়েছিল৷ তাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলার পর পুলিশ দুপক্ষের সাতজনকে গ্রেপ্তার করার পর সবাই জামিনে মুক্তি পান৷ পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে৷ আজ সন্ধ্যায় কৈলাসহর থানার উদ্যোগে দুপক্ষের সবাইকে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে থানায় কনফারেন্স হলে এক শান্তি মিটিং অনুষ্ঠিত হয়৷ এদিনের এই শান্তি মিটিংয়ে উপস্থিত ছিলেন ওসি সুব্রত চক্রবর্তী, এসপি জৈন সিং মীনা, এসডিপিও রতন মজুমদার, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, রুদ্রেণু ভট্টাচার্য, সিপিএম নেতা মফস্বর আলি, গরুচরণ বাসপার, পাইতুরবাজার বাজার কমিটির সভাপতি সুধীর রায় সহ আরো অনেকে৷ জৈন সিং মীনা মিটিংয়ে দুপক্ষের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেন৷ এ প্রসঙ্গে ওসি সুব্রত চক্রবর্তী হলেন ক্ষতিপূরণের ব্যাপারে আইন দেখবে৷ মামলা মামলার পথেই চলবে৷ আজকের এই শান্তি মিটিংয়ে পরিবেশ পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য৷