গুজবে কান দেবেন না, ভ্যাকসিন নিন’, দেশবাসীকে বোঝাতে নিজের মায়ের উদাহরণ টানলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) :  গত জানুয়ারি মাস থেকে দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকাকরণ শুরু হয়েছে। কিছুদিন আগে দেশের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখনও অনেকেই ভ্যাকসিন নিতে চাইছেন না। হয়তো ভয়, হয়তো স্রেফ অবজ্ঞা।ভ্যাকসিনে এই অবহেলার বিরুদ্ধেই রবিবার ৭৮ তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। 

প্রতি মাসের শেষ রবিবার সকালে মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী। এদিন তিনি সেখানেই দেশের মানুষকে টিকা নিতে উত্‍সাহিত করলেন। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, আমাদের দেশের বিজ্ঞানীদের বিশ্বাস করুন। বহু মানুষ ভ্যাকসিন নিয়েছেন। আমি নিজে ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছি।’ শুধু নিজের কথা নয়, দেশবাসীকে উদ্বুদ্ধ করতে এদিন নিজের শতবর্ষের কোঠায় পৌঁছনো মায়ের উদাহরণও টেনে এনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমার মায়ের বয়স প্রায় ১০০। তিনিও ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন। দয়া করে ভ্যাকসিন সংক্রান্ত কোনও নেতিবাচক কথায় কান দেবেন না।’ করোনার মতো মারণ রোগের হাত থেকে বাঁচার একমাত্র উপায় টিকাকরণ, এদিন দেশের মানুষকে সে কথাই আবার বোঝালেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে যাঁরা এ নিয়ে বিরূপ প্রচার করছেন তাঁদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ‘যাঁরা ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে, ছড়াতে দিন। আমরা আমাদের কাজ করে যাব। সকলকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন করব।’ সরকারি পরিসংখ্যান বলছে দেশে এখনও পর্যন্ত মোট ৫.৬ শতাংশ প্রাপ্ত বয়স্ক নাগরিক করোনা টিকার দুটি ডোজ পেয়ে গিয়েছেন। তা নিয়ে গতকালই আনন্দ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, এদিনের রেডিও অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কিংবদন্তি মিলখা সিংকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বকালের সেরা অ্যাথলিটের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন তিনি। সেই সঙ্গে আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলিটদের আগাম শুভেচ্ছা দিলেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *