২৯ জুন রাজ্য বিজেপি-র ‘কার্যকারিণী বৈঠক’

কলকাতা, ২২ জুন (হি. স.) : ২০২১-এ বাংলা দখলের স্বপ্ন পূরণ হয়নি। বাংলায় ক্ষমতা দখলের লড়াই ও হারের কারণ নিয়ে একেবারে নিচুতলার রিপোর্ট শুনতে চাইছেন অমিত শাহ, জে পি নাড্ডারা। সেটা নিয়ে জেলা নেতাদের কথা শুনতে চায় দিল্লি। আর তাই ২৯ জুন কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠকে থাকার আগ্রহ প্রকাশ করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিজেই।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দলের মিটিং-মিছিলে মানুষ আসছিলেন। বিজেপির পক্ষে হাওয়া তৈরি হয়েছিল, কিন্তু তারপরও কেন আশানুরূপ ফল হল না তা দেখার দরকার রয়েছে। ভোটের ফল প্রকাশের পর রাজ্য নেতা ও জেলা সভাপতিদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা দুটি বৈঠক করলেও, সেখানে হারের কারণ নিয়ে বিশেষ আলোচনা হয়নি। দ্বিতীয় বৈঠকে কয়েকজন জেলা সভাপতি বিষয়টি তুলতে গেলে কেন্দ্রীয় নেতারাই তাদের বিরত করেন। বলা হয়, অন্য বৈঠকে আলোচনা হবে। ২৯ জুন রাজ্য কার্যকারিণী বৈঠক হতে চলেছে। যেখানে রাজ্য কমিটির সদস্য এবং সব জেলা সভাপতিরা থাকবেন। সেই বৈঠকেই বিপর্যয়ের কারণ পর্যালোচনা এবং ক্ষোভ প্রকাশ্যে আসতে পারে। বিভিন্ন বিষয়ে জেলা সভাপতিরা সরব হবেন। জেপি নাড্ডার সামনেই। ভারচুয়ালি বৈঠকে থাকবেন নাড্ডা।

দলের সর্বভারতীয় সভাপতি সামনে থাকবেন। তাঁর সামনে মনের কথা খুলে বলতে চান রাজ্য কমিটির একাধিক সদস্য ও জেলার সভাপতিরাও। জেলা সভাপতিরাও হারের কারণ নিয়ে রিপোর্ট তৈরি করছেন। ওই বৈঠকে রাজ্যে বিজেপির দ্বায়িত্বপ্রাপ্ত চার নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেনন ও অমিত মালব্যরা সশরীরে থাকবেন। কেবল নাড্ডাই থাকবেন ভারচুয়ালি। সূত্রের খবর, কার্যকারিণী বৈঠকে আগামী দিনে দলের সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা হতে পারে। ওই বৈঠকের পরই দলের বিভিন্ন রাজ্যস্তর থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনে রদবদলের সম্ভাবনা আছে। রদবদল হতে পারে জেলা সংগঠনগুলিতেও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *