পাতিয়ালা, ২২ জুন (হি.স.): টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন আরও এক ভারতীয় অ্যাথলেট । নিজের জাতীয় রেকর্ড নিজের হাতে ভেঙে আসন্ন টোকিও অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করলেন ভারতীয় শট পাটার তাজিন্দর তুর। পাতিয়ালায় অনুষ্ঠিত ভারতীয় গ্রাঁ প্রি ফোরে নিজের অতীতের জাতীয় রেকর্ড ভেঙে নয়া জাতীয় রেকর্ড করলেন এশিয়াডে সোনা জয়ী তাজিন্দর।
অলিম্পিকে যোগ্যতা অর্জনের পরীক্ষায় নেমে তাজিন্দরের ছোড়া শটপাট ২১.৪৯ মিটার দূরত্ব অতিক্রম করল। অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার জন্য পঞ্জাবের বছর ছাব্বিশের অ্যাথলিটকে ২১.১০ মিটার দূরত্ব অতিক্রম করলেই হতো। কিন্তু তার বেশিই করলেন তিনি। তাজিন্দরের এর আগের রেকর্ড ছিল ২০.৯২ মিটারের। এদিন নিজেকেই ছাপিয়ে গেলেন তিনি।
তাজিন্দরকে এই কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তিনি তাজিন্দরের রেকর্ডের কথা উল্লেখ করে বলেন, “আমাদের অ্যাথলিটরা অলিম্পিক্সে সেরা ফল করার জন্য কঠোর পরিশ্রম করছে।” তাজিন্দর ২০১৮ সালে জার্কাতায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা পেয়েছিলেন। গতবছর দোহায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা পান তিনি।