ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মুখ খুললেন বিধান পরিষদ সদস্য বিজেপি নেতা এইচ বিশ্বনাথ

বেঙ্গালুরু, ১৭ জুন (হি.স.) : কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মুখ খুললেন বিধান পরিষদ সদস্য বিজেপি নেতা এইচ বিশ্বনাথ।  বৃহস্পতিবার কর্নাটক বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অরুণ সিংকে তিনি বলেন, বিদ্রোহ সামলানোর মতো নৈতিক জোর বা সাহস নেই ইয়েদুরাপ্পার। ৭৮ বছর বয়সী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন বিধান পরিষদের সদস্য বিশ্বনাথ। তাঁর বক্তব্য, ইয়েদুরাপ্পাকে আমরা সম্মান করি। কিন্তু তাঁর বয়স হয়েছে। স্বাস্থ্যও ভাল নেই। এই অবস্থায় তাঁর পক্ষে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
বিশ্বনাথের অভিযোগ, প্রশাসনের নানা কাজে ইয়েদুরাপ্পার পরিবার সবসময় হস্তক্ষেপ করে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর ছেলে সব ব্যাপারেই মতামত দেন। সম্প্রতি একটি বেসরকারি সংস্থাকে জলের দরে সরকার জমি লিজ দিয়েছে। মুখ্যমন্ত্রী বোর্ড মিটিং না করেই সেচপ্রকল্পে বরাদ্দ করেছেন ২০ হাজার কোটি টাকা।
২০১৯ সালে রাজ্যের জনতা দল সেকুলার ও কংগ্রেসের জোট সরকারের ১৮ জন বিধায়ক দলত্যাগ করে বিজেপির পক্ষে আসেন। তার পরেই বিজেপি সরকার গঠিত হয়। এদের মধ্যে বিশ্বনাথ অন্যতম ছিলেন। তিনি ছিলেন জেডিএসের বিধায়ক। তত্‍কালীন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও তাঁর বাবা এইচ ডি দেবগৌড়ার বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি বিজেপিতে যোগ দেন। পরে অবশ্য উপনির্বাচনে তাঁর পরাজয় হয়। এছাড়া আছেন ইয়েদুরাপ্পার একসময়কার ঘনিষ্ঠ কে এস ঈশ্বরাপ্পা। ইয়েদুরাপ্পার মতো তাঁরও বাড়ি শিমোগা জেলায়। রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী ঈশ্বরাপ্পা রাজ্যপাল বাজুভাই বালাকে চিঠি লিখে অভিযোগ করেছেন, ইয়েদুরাপ্পা তাঁর দফতরের কাজে হস্তক্ষেপ করছেন। পাঁচ পাতার ঐ চিঠিতে বলা হয়েছে, ইয়েদুরাপ্পা সব ব্যাপারে কর্তৃত্ব করতে ভালবাসেন। তিনি কয়েকটি গুরুতর ভুল করেছেন। গত বছর বিজেপির প্রবীণ বিধায়ক পাতিল ইয়াতনাল বলেছিলেন, ইয়েদুরাপ্পা আর বেশিদিন মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালাতে পারবেন না। তখন কর্নাটক বিজেপি তাঁর কথায় গুরুত্ব দেয়নি। ক্ষমতাশালী লিঙ্গায়েত নেতা ইয়েদুরাপ্পাকে এখনও পর্যন্ত মদত দিয়ে চলেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি দক্ষিণ ভারতে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। কর্নাটকে তিনিই বিজেপির মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *