কলকাতা, ১৭ জুন (হি.স.):করোনা আবহে বর্তমানে লকডাউন চলছে রাজ্যজুড়ে । লকডাউন আবহের মাঝেই বৃহস্পতিবার নবান্ন থেকে কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধনের পরেই ফের বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর । ‘পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা সব কৃষক পাচ্ছেন না ‘ ফের কেন্দ্রীয় সরকারকে একহাত মুখ্যমন্ত্রীর ।
কৃষকবন্ধুু প্রকল্পের উদ্ধোধন করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের । আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা । ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করে পাবেন তাঁরা ‘। এরপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা সব কৃষক পাচ্ছেন না। বর্গাদার, খেতমজুররাও পাচ্ছেন না। কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের সব কৃষককে আনা হয়েছে। খেতমজুরদেরও ভাতা বাড়ানো হয়েছে। দেশের সর্বত্র কৃষক বিক্ষোভ চলছে । কিন্তু বাংলায় কৃষকদের অবস্থা অনেক ভাল । সবটাই রাজনৈতিক হিংসা নয়। ব্যক্তিগত শত্রুতার জেরেও এমন ঘটনা ঘটেছে।কয়েকটি ঘটনা বিচারাধীন যাই হোক । ১-২টো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । ওরা শুধু সন্ত্রাস সন্ত্রাস বলে চেঁচিয়ে যাচ্ছে । যতই হিংসার কথা বলা হোক এখানে কোনও হিংসা হয় না। কোনও ধরনের হিংসা হলে পুলিশকে পদক্ষেপ নিতে বলেছি। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। রাজনৈতিক হিংসা নয় । এটা আসলে বিজেপির গিমিক ভায়োলেন্স।
এরপরেই রাজ্যপাল জগদীপ ধনখরের দিল্লি যাওয়া প্রসঙ্গে তোপ দাগিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ছোট ছেলে হলে বকাঝকা করা হয় । উনি তো ওদেরই লোক । কার সঙ্গে দেখা করবেন ওনার ব্যাপার’ ।
2021-06-17