কলকাতা, ১৫ জুন (হি.স.) : বর্তমানের পরিস্থিতির দিকে তাকিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিধি-নিষেধ বাড়ানো হয়েছে । গতকালই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগামী ৩০ জুন পর্যন্ত বিধি-নিষেধ জারি থাকবে রাজ্য জুড়ে । তবে, সে ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে শুটিংয়ের ক্ষেত্রে । ৫০ শতাংশ কর্মী নিয়ে আগামীকাল বুধবার থেকে শুটিং করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । আগামীকাল শুটিং শুরুর আগে মঙ্গলবার জোরকদমে জীবাণুমুক্ত করনের কাজ চলছে টলিপাড়ায় ।
১৫ জুন পর্যন্ত রাজ্যজুড়ে চলা প্রথম ধাপের বিধিনিষেধে টলিপাড়ায় শুটিং পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফে । যার জেরে শুটিংয়ের ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোম সিস্টেম বেঁছে নেওয়া হয় । তবে, এরই মাঝে ফের বাড়ানো হয়েছে রাজ্য জুড়ে বিধিনিষেধ । গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন ৫০ জনকে নিয়ে করা যাবে এবার শুটিং । তবে, শুটিং শুরুর আগে সংক্রমণ এড়াতে এদিন টলিপাড়ার শুটিং সেট জীবাণুমুক্ত করা হয় ।
2021-06-15