অমরপুর, ১৪ জুন : করোণা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে অমরপুরের চন্ডিপাড়া শ্মশান ঘাটে তীব্র ক্ষোভ ও উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে শাসকদলীয় নেতা এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
করোনা রোগীর মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে অমরপুর চন্ডিপাড়াস্থিত মহাশ্মশান চত্বরে উত্তেজিত হয়ে পড়েন এলাকার জনগন। ঘটনার বিবরনে জানা যায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন একজনকে অম্পি ব্লক এলাকা থেকে অমরপুর চন্ডিপাড়াস্তিত মহাশ্মশানে দাহ করতে আনা হলে উত্তেজিত হয়ে পড়েন এলাকাবাসী। তাদের দাবি এই মহাশ্মশানটি একেবারে ঘনবসতি এলাকার মধ্যে রয়েছে। তাই এখানে করোনা আক্রান্ত হয়ে মৃতদের দেহ দাহ করা যাবে না। তাদের আরো দাবি মহাশ্মশানের চারপাশে রয়েছে কৃষিজ জমি। প্রতিদিন প্রচুর কৃষক কাজ করতে আসেন। তাই এই মহাশ্মশানে যাতে করোনায় আক্রান্ত হয় মৃতদের মৃতদেহ সৎকার না করা হয় সেই দাবি জানিয়েছেন তারা।
খবর পেয়ে ছুটে আসে বীরগঞ্জ থানার পুলিশ। পরবর্তী সময় যদিও শাসক দলের গোমতী জেলার সাধারন সম্পাদক প্রশান্ত পোদ্দারের প্রচেষ্টায় মৃতদেহ সৎকার করা হয় অমরপুর মহাশ্মশানটিতে। করোণা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে কেউ শাসকদলীয় নেতাকে দেখে নেবার হুমকি দিয়েছেন ,আবার কেউ মুখ খুলতে সাহস না পেলেও গোটা মহকুমা জুরে এই নেতাকে নিয়ে গুঞ্জন উঠতে শুরু করেছে।