গুয়াহাটি, ১২ জুন (হি.স.) : সেবা ভারতী পূর্বাঞ্চলের উদ্যোগে গোটা উত্তর-পূর্বাঞ্চলে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের তত্ত্বাবধানে ‘সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়ান্স’ (সিসিএফআরআইওএস) কর্তৃক তৈরি ‘আয়ুষ-৬৪’ (AYUSH-64) নামক কোভিডের ওষুধ বিতরণ করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে গত প্রায় দুমাস ধরে অসমেও সেবা ভারতীর কার্যকর্তারা কোভিডে আক্রান্তদের বিনামূল্যে আয়ুষ-৬৪ বিতরণ করছেন।
এ প্রসঙ্গে এই প্রকল্পের রাজ্য সংযোজক অরূপ দাস বলেন, ‘সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়ান্স’ কর্তৃক তৈরি ‘আয়ুষ-৬৪’ নামক কোভিডের ওষুধ রোগীদের মধ্যে বিতরণ করতে একমাত্র সেবা ভারতীকে দায়িত্ব দিয়েছে আয়ুষ মন্ত্রক। সে অনুযায়ী গোটা দেশে সেবা ভারতীর কার্যকর্তারা সংশ্লিষ্ট এলাকায় কোভিডে আক্রান্ত রোগীদের মধ্যে ‘আয়ুষ-৬৪’ নামের ওষুধ বিতরণ করছেন, সম্পূর্ণ বিনামূল্যে। তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলের জন্য ওষুধগুলি আসে গুয়াহাটিতে অবস্থিত সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউশনে। এখান থেকে তাঁরা ওষুধগুলি সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেন।
অরূপ বলেন, কোভিডে আক্রান্ত রোগীদের ভাইরাসের সঙ্গে লড়াই করতে ক্ষমতা বাড়ায় এই আয়ুৰ্বেদিক ওষুধ। এই ওষুধ ব্যবহার করে ইতিমধ্যে বহু রোগী সুস্থ হয়েছেন বলে জানান তিনি। তিনি জানান ইতিমধ্যে অসমের ৩৩টি জেলার প্রায় দেড় হাজার স্থানে ওষুধগুলি বিতরণ করার কাজ চলছে। যে সকল জায়গায় ওষুধগুলি বিতরণ করা হচ্ছে সেগুলি যথাক্রমে গুয়াহাটি সহ কামরূপ মেট্রো, কামরূপ (গ্রামীণ), রঙিয়া, দক্ষিণ কামরূপ, ডিব্রুগড়, তিনসুকিয়া, যোরহাট, টিয়ক, শিবসাগর, চড়াইদেও, লখিমপুর, গোলাঘাট, মাজুলি, ধেমাজি, তেজপুর, বিশ্বনাথ চারালি, বাকসা, ওদালগুড়ি, হাফলং, ধুবড়ি, কোকরাঝাড়, গোয়ালপাড়া, চিরাং, বঙাইগাঁও, বরপেটা, নলবাড়ি, নগাঁও, হোজাই, মরিগাঁও, ডিফু, বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি। এছাড়া ডিব্রুগড় জেলা কারাগারেও কোভিডে আক্রান্তদের জন্য জেল সুপারের হাতে বহু ‘আয়ুষ-৬৪’ ওষুধ তুলে দেওয়া হয়েছে।
প্রকল্পের রাজ্য সংযোজক অরূপ দাস আরও জানান, কেবল ওষুধ বিতরণই নয়, হোম কোয়ারেন্টাইনে অবস্থানকারী বহু জনের অক্সিজেন লেভেল পরীক্ষা করে প্রয়োজনীয় সহায়তাও করা হচ্ছে।