লন্ডন, ১১ জুন (হি.স.) : বর্ণবিদ্বেষমূলক বিতর্কের জেরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাসিত ইংল্যান্ডের পেস বোলার অলি রবিনসন এবার ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। শুক্রবার তার কাউন্টি ক্লাব সাক্সেস এই খবর জানিয়েছে। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাক্সেসের পক্ষ থেকে এদিন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “ইংল্যান্ডের তরুণ এই পেসার বোলার পরিবারের সাথে সময় কাটানোর জন্য ক্রিকেট থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন।” তবে তিনি আবার কবে ২২ গজে ফিরবেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বর্ণবিদ্বেষমূলক বিতর্কের জেরে কড়া শাস্তির মুখে পড়েছেন অলি রবিনসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন রবিনসন। এবার ক্রিকেট থেকে ছোট বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের এই পেসার। ২০১২-১৩ সালে টুইটারে বিতর্কিত পোস্ট করেছিলেন রবিনসন। সেই পোস্ট আবারও বর্তমান সময়ে সামনে আসে। অলি রবিনসন অবশ্য এত বছর পরে বিষয়টি প্রকাশ্যে আসার পরে ক্ষমা চেয়েছিলেন।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয় রবিনসনের। অভিষেক টেস্টেই দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন ইংল্যান্ডের এই পেসার। শুধু তাই নয় প্রথম ইনিংসে যেখানে বার্নস ছাড়া কোন ব্যাটসম্যান কিউইদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। সেখানে ৪২ রানের একটি ইনিংসও খেলেন রবিনসন।
2021-06-11