লিওনেল মেসির নেতৃত্বে কোপা আমেরিকায় আর্জেন্তিনা দল

বুয়েনস আইরেস, ১১ জুন (হি.স.) : ১৯৯৩ সালের পর ফের কোপা আমেরিকা জয়ের লক্ষ্য ব্রাজিলে পা রাখছে আর্জেন্তিনা৷ প্রত্যাশিতভাবেই আর্জেন্তিনাকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি৷ ২৮ জনের দলে রয়েছেন সার্জিও আগুয়েরো  এবং অ্যাঞ্জেল ডি’ মারিয়া৷ দক্ষিণ আমেরিকান ফুটবলের পরিচালনা কমিটি, কনমেবল-র  তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে৷
আর্জেন্তিনা শেষবার কোপ আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে৷ সুতরাং ২৮ বছর পর মেসির সামনে দারুণ সুযোগ দেশকে কোপা জেতানোর৷ তারপর থেকে আর্জেন্তিনা ফুটবলে সাফল্য বলতে ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা জয়৷ সোমবার রিও ডি জেনেইরো-তে চিলির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্তিনা। ‘এ’ গ্রুপে আর্জেন্তিনার সঙ্গে রয়েছে উরুগুয়ে, বলিভিয়া এবং প্যারাগুয়ে৷

আর্জেন্তিনা স্কোয়াড :
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), আগুস্টিন মার্চেসিন (পোর্তো) এবং জুয়ান মুসো (উদিনেস)
ডিফেন্ডার: গনজালো মন্টিল (রিভার), নিকোলাস ওটামেণ্ডি (বেনফিকা), জার্মান পেজেলা, লুকাস মার্তেনেজ কোয়ার্টা (ফিওরেন্টিনা), নিকোলাস টেগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তেঞ্জ (অ্যাজাক্স), মার্কোস আকুনা (সেভিলা), ক্রিশ্চিয়ান রোমেরো (আটলান্টা)।
মিড-ফিল্ডার: লেয়ানড্রো পেরেদেস, অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), গাইডো রদ্রিগেজ (বেতিস), জিওভানি লো সেলসো (টটেনহাম), এক্সকিল প্যালাসিয়াস (বায়ার লেভারকুসেন), নিকোলাস গঞ্জালেজ (স্টুটগার্ট), রদ্রিগো দে পল (উদিনোস) (সেভিলা), অ্যাঞ্জেল কোরিয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকোলাস ডোমঙ্গুয়েজ (বোলোনা)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), লাউটারো মার্টিনেজ (ইন্টার মিলান), জোয়াকুইন কোরিয়া (লাজিও), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন) এবং সার্জিও আগুয়েরো (বার্সেলোনা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *