আগরতলা, ১১ জুন : আজ বিজেপি প্রদেশ কাৰ্য্যালয়ে প্রদেশ সভাপতি অধ্যাপক ডাঃ মানিক সাহার সভাপতিত্বে প্রদেশ শীর্ষ নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব মোর্চা, জেলা, মন্ডলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি সেইগুলির পূর্ণাঙ্গ কমিটি অতিদ্রুত গঠন করা হবে। এই বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছে, ৭টি মোর্চার পদাধিকারী, ১২টি সেল ও ২৮টি ডিপার্টমেন্টের কনভেনার এবং কো-কনভেনারদের নিয়ে ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত প্রদেশ সভাপতি তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। সেই মোতাবেক আজ এক্স-সার্ভিসম্যান সেল, ট্রেড সেল, কো অপারেটিভ সেল, ডক্টরস সেলের কনভেনার, কো-কনভেনার এবং সেল প্রভারীদের নিয়ে প্রদেশ কাৰ্য্যালয়ে প্রদেশ সভাপতি আলোচনা করেন।
মূলত, রাষ্ট্রীয় সভাপতির নির্দেশ মোতাবেক ২১শে জুন আন্তজার্তিক যোগা দিবস হিসাবে পালন করবে বিজেপি। যোগা দিবসে কোভিড বিধি মেনে দলীয় কর্মীদের দ্বারা প্রতিটি মন্ডলে ২টি করে যোগা শিবিরের আয়োজন করা হবে। ২৩ জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস এবং ৬ জুলাই জন্মদিন উপলক্ষ্যে প্রদেশ থেকে শুরু করে বুথ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং তাঁর আদর্শকে সকলের সামনে তুলে ধরবে বিজেপি।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুন তদানিন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরী অবস্থার জারি করে গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছিলেন। দেশবাসীর উপর নামিয়ে এনেছিলেন অমানবিক দমন পীড়ন। এর প্রতিবাদে রাজ্যব্যাপী ২৫শ জুন-কে ‘কালো দিবস’ হিসাবে পালন প্রদেশ বিজেপি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও রাজ্য পর্যায়ে আলোচনা সংগঠিত করা হবে।