আগরতলা, ১১ জুন : রাজ্যে করোনা মহামারীর পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূলত, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সাথেই ওই বৈঠকে বিভিন্ন বিষয়ে খোজ খবর নিয়েছেন তিনি।
বৈঠক শেষে তিনি জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছি। এই মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবাকে আরও কী ভাবে সুসংহত করা যায় তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছি। তাঁর মতে, কোভিড আক্রান্ত হয়ে রাজ্যের এক জন মানুষের মৃত্যু হলেও তা রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি। তাই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, মৃত্যু কেন হচ্ছে তা যথাযথ ভাবে বিশ্লেষণ করার জন্য, বলেন তিনি।