কলকাতা,৪ জুন (হি. স.) : সংক্রমণ ঠেকাতে রাজ্য জুড়ে লকডাউন চলছে । আগামী ১৫ জুন পর্যন্ত চলবে লকডাউন । লকডাউন সফলতায় অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ । শুক্রবার লকডাউন সফলতায় শহর জুড়ে মাইকিং কলকাতা পুলিশের ।
করোনা হানা কিছুতেই পিছু ছাড়ছে না আমজনতার। গত বছর থেকে রাজ্য জুড়ে জাঁকিয়ে রাজ করছে করোনা । যদিও করোনা আবহে সংক্রমন ঠেকাতে লকডাউন শুরু হয়েছে রাজ্যে । যার জেরে বন্ধ রয়েছে রাজ্যে লোকাল ট্রেন চলাচল, মেট্রো, বাস পরিষেবা । তবে, নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রয়েছে বাজার দোকান । এমনকি কারণ ছাড়া যাতে কেউ রাস্তায় বেরোলেই মাইকিং করা হচ্ছে পুলিশের তরফে । যাতে বেশি সময় বাজার দোকান খোলা না থাকে সেই সমস্ত বিষয় কড়া নজর রাখছে কলকাতা পুলিশ । আর তাই শুক্রবার মেটিয়াব্রুজ এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে, মাস্ক ছাড়া রাস্তায় না বেরোনোর জন্য মাইকিং চালানো হয় কলকাতা পুলিশের তরফে ।
2021-06-04