কলকাতা, ৪ জুন (হি. স.) : রাজ্যের যে কোনও মানুষ, যিনি ঘরে ফিরতে পারেননি তিনি ইমেলের মাধ্যমে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। তাঁদের দ্রুত ঘরে ফেরাতে হবে। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।
ভোট পরবর্তী এন্টালির ১২৫ জন ঘরছাড়াকে নিয়ে মামলা করেছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন ওই মামলার শুনানিতে এই নির্দেশ। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় গত ২ মে। তারপর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপরে হামলার অভিযোগ ওঠে। আতঙ্কে অনেকেই ঘরছাড়া বলেও অভিযোগ উঠেছিল। একটি অভিযোগে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল শুধুমাত্র কলকাতার এন্টালি এলাকার ১২৫ জন ঘরছাড়া বলে জানিয়েছিলেন। যদিও সংখ্যাটা অত, তা মানতে চায়নি তৃণমূল নেতৃত্ব। এবং তাদের ঘর ছাড়ার কারণও ভিন্ন বলে ব্যাখ্যা করা হয়েছিল।
ফলাফল প্রকাশের আগে যে সমস্ত বিজেপি নেতা-কর্মীরা অন্য দলের কর্মীদের হুমকি দিয়েছিলেন, ফল প্রকাশের পর তারাই গণপ্রহারের আশঙ্কায় ঘর ছাড়া। যদিও তাদের মধ্যে ৩৯ জনকে বাড়ি ফেরেনো হয়েছে বলেও জানিয়েছিল রাজ্য।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও রাজ্যের লিগল সার্ভিস অফিসার তিনজনকে নিয়ে একটি কমিটি তৈরি করে দিয়েছিল হাইকোর্টের এই বৃহত্তর বেঞ্চ। আজ সেই কমিটি হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে।
অন্যদিকে রাজ্য সরকারকে দেওয়া নোটিশের প্রেক্ষিতে জানানো হয়েছে, অশান্তি এখন নিয়ন্ত্রণে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ৩ মে পর্যন্ত রাজ্যের আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে ছিল। ওই সময়ের পরবর্তী রাজ্যে তেমন কোনও হিংসার ঘটনা ঘটেনি।