করোনা আবহে দুস্থদের খাদ্য বিলি কলকাতা পুলিশের

কলকাতা, ৩ জুন ( হি স): করোনা আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা । করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত কমাতে রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন । যার জেরে সমস্যায় পরতে হচ্ছে দুঃস্থ মানুষদের । তবে, এই পরিস্থিতিতে সাধারনের সেবায়রত কলকাতা পুলিশ । বৃহস্পতিবার করোনা আবহে শহরের বিভিন্ন প্রান্তে দুস্থদের খাদ্য বিলি কলকাতা পুলিশের ।
আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউন রাজ্যজুড়ে । যার জেরে দোকান বাজার খোলার ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময় । পাশাপাশি লকডাউনের জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা । ফলে অনেকেরই পকেট ধরেছে টান । এই পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার তপসিয়া, বেনিয়াপুকুর , লেক থানা এলাকায় দুস্থদের খাদ্য বিলি করে সাহায্য করা হয় কলকাতা পুলিশের তরফে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *