শিলিগুড়ি, ৩ জুন (হি. স.) : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ফের ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার মধ্যরাত্রে ওঙ্কারনাথ চৌধুরী (৪৮) নামক ওই ব্যক্তি ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা যান ।
জানা গেছে, শিলিগুড়ির প্রধাননগরের মিলন মোড়ের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। করোনায় সংক্রামিত হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে করোনামুক্ত হলেও তিনি ছত্রাকে আক্রান্ত হন। বুধবার তাঁকে ওই বেসরকারি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করা হয়। সেখানেই ভেন্টিলেশনে ছিলেন রাখা হয়েছিল ওই ব্য
2021-06-03