ভ্যাকসিন বন্টন নিয়ে কেন্দ্রে বিরুদ্ধে অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার আবেদন নবীন পট্টনায়েকের

ভুবনেশ্বর, ২ জুন(হি.স) : কেন্দ্রের ভ্যাকসিন বণ্টন নীতি নিয়ে সব অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার আবেদন জানিয়ে চিঠি পাঠালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।  বুধবার তা নিয়ে প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখলেন তিনি। প্রসঙ্গত, এ বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একই আবেদন জানিয়েছিলেন।

তাঁর বক্তব্য, কোনও রাজ্যই সুরক্ষিত হবে না, যতক্ষণ না টিকাকরণে রাজ্যগুলিকে সম্পূর্ণ অনুমোদন দেওয়া হবে। মানুষজন করোনার তৃতীয় ধাক্কার ভয় করছেন। এই অবস্থায় টিকা না পেয়ে তাঁরা নিজেদের অরক্ষিত মনে করছে। এ বিষয়ে তাই সব কটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের একজোট হয়ে কেন্দ্রের কাছে জোরদার আবেদন জানানোর ডাক দিয়েছেন দু’রাজ্যের মুখ্যমন্ত্রীই।

এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠির কথা স্বীকার করে জানান, নবীন পট্টনায়েকের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। পিনারাই বিজয়নের সঙ্গেও এ বিষয়ে কথাবার্তা বলেছেন মমতা। তাঁর কথায়, কেরলও কেন্দ্রের থেকে বিনামূল্যে ভ্যাকসিন চাইছে। সবাই এই নিয়ে উদ্বিগ্ন। পরপর দু’দিন দুই অবিজেপি রাজ্যের এই চিঠিতে একটা বিষয় স্পষ্ট, ভ্যাকসিন নীতি নিয়ে ফের কেন্দ্রবিরোধী সুর চড়াচ্ছে বিরোধী শাসিত রাজ্যগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যা নিয়ে সরব হয়েছিলেন, সেই সুর ধরেই এবার কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছেন অন্যান্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *