এলাহাবাদ, ৩১ ডিসেম্বর (হি.স.): উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় আহত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। রবিবার রাজ্যের কোরাওন গ্রামে একটি জনসভায় অংশগ্রহণ করতে যাচ্ছিল কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। পথের মধ্যে তার কনভয়ের চারটি গাড়ি একে অন্যকে ধাক্কা মারে। তার ফলে মন্ত্রীসহ আরও ৬ জন আহত হন। এই ঘটনায় মাথায় সামান্য চোট পেয়েছেন রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।
প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে এই দুর্ঘটনায় মন্ত্রীসহ অন্যান্যদের চোট গুরুতর নয়। আহতদের প্রত্যেকে এলাহাবাদে নিয়ে আসা হয়। দুর্ঘটনাটি এলাহাবাদ থেকে ৭৫ কিলোমিটার দূরে ঘটেছে। এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।