নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.) : রজনীকান্তকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ একই সঙ্গে রজনীকান্তের রাজনীতিতে আসা নিয়ে যে উন্মাদনা ছড়িয়েছে তাকে মিডিয়ার তৈরি ‘হাইপ’ বলে মন্তব্য করেন স্বামী৷ তিনি অারও বলেন,‘‘মিডিয়ার সাহায্যে রাজনীতি হয় না৷ তিনিও রাজনীতি করতে পারবে না৷’’ এরপর রজনীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতি আসলেই ওর কেচ্ছা কেলেঙ্কারি প্রকাশ্যে আনব৷
নীরবতা ভেঙে রবিবার অবশেষে রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷ তিনি একথাও জানিয়েছেন, তামিল রাজনীতিকে শুদ্ধকরণ করতে চান৷ সিস্টেমে বদল ঘটাতে চান৷ এদিকে রাজনীতিতে যোগ দেওবার কথা ঘোষণা হতেই তাকে নিয়ে বিদ্রুপ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ তিনি বলেন ‘‘আরও এক তারকা তামিল রাজনীতির ময়দানে পা রাখতে চলেছে৷ দুর্নীতি দুর করতে তিনি রাজনীতিতে আসছেন৷ কিন্তু একজনও ফিল্ম স্টার রাজনীতিতে এসে দুর্নীতি দুর করতে পেরেছে৷ তামিলনাড়ুর জন্য আদৌ কিছু করতে পারবেন না তিনি৷ রজনীর কাছে কোন তথ্য কোন নথি নেই৷ তিনি একজন অশিক্ষিত৷
রজনী রাজনীতিতে এলে বিজেপি কি তাকে সমর্থন জানাবে? প্রশ্নের উত্তরে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ‘‘আমি জানি না বিজেপি তাকে সমর্থন করবে কিনা? কিন্তু আমি বিরোধীতা করব৷ আগে নিজের দলের নাম, প্রার্থীদের নাম ঘোষণা করুক তারপর আমি রজনীর সত্যিটা সামনে আনব৷’’ তবে সুব্রহ্মণ্যম স্বামী রজনীর রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষ করলেও তামিলনাড়ু বিজেপি তাঁকে স্বাগত জানিয়েছে৷