রিয়াধ, ৩১ ডিসেম্বর (হি.স.) : বিশ্ব ব়্যাপিড দাবায় সেরার মুকুট পাওয়ার পর বিশ্ব ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বিশ্বনাথন আনন্দ৷
মাত্র দু’দিন আগে ব়্যাপিড রাউন্ডে সোনা জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোরের অভিনন্দন পেয়েছিলেন৷ অভিনন্দন এসেছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কাসপারভের কাছ থেকেও৷ টুইটারে কাসপারভ লেখেন, ‘ছ’য়ের দশকে জন্ম নেওয়া দাবাড়ুকে বিশ্ব
খেতাব জেতার জন্য অভিনন্দন জানায়। আশা করি তুমি এই খেতাব তাদের উৎসর্গ করবে, যারা এক সময় তোমার কাছে জানতে চেয়েছিল কবে অবসর নেবে।’
ব্লিৎজ ক্যাটাগরির প্রথম দিনের শেষে হতাশা হাত লেগেছিল আনন্দের৷ হেরেছিলেন রাশিয়ার ইয়ান নিপোমনিয়াচির কাছে হেরেছিলেন আনন্দ৷ কিন্তু শনিবার শেষ দিন ফ্রান্সের লাগরাভকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন ভারতীয় দাবাড়ু৷ যাঁকে হারিয়ে ব়্যাপি় দাবায় সেরা হয়েছিলেন, সেই ম্যাগনাস কার্লসেন অবশ্য ব্লিৎজে সোনা জিতেছেন৷