মধ্য ম্যাঞ্চেস্টারের এক বহুতলে বিধ্বংসী আগুন, আতঙ্ক

লন্ডন, ৩১ ডিসেম্বর (হি.স.) : মধ্য ম্যাঞ্চেস্টারের এক বহুতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল৷ শনিবার বিকেলে ১২তল বিশিষ্ট ওই বহুতলে আগুন লাগে৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী৷ আগুন এখন নিয়ন্ত্রণে বলে খবর৷
দমকল সূত্রে খবর, ম্যাঞ্চেস্টারের জয়েনার স্ট্রীটের কাছে ওই বহুতলে কীভাবে আগুন লাগল তা এখনও পরিস্কার নয়৷ কি থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ আগুন লাগার পরই আতঙ্ক ছড়ায় এলাকায়৷ অনেকে বহুতল থেকে দ্রুত বেরিয়ে আসেন৷ সোশ্যাল মিডিয়ায় আগুনের ছবি ও ভিডিও পোষ্ট হতে শুরু করে৷ আকাশ কালো ধোয়ায় ভরে গিয়েছে৷ বিষাক্ত ধোয়ায় এক জন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর৷ তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী৷ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে বহুতলের বেশ কিছু তল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আগুন লাগার পর এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়৷ তবে পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হতে আরও বেশ কিছু সময় লাগবে বলে জানিয়েছেন শহরের ট্রাফিক পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *