গভীর রাতে সিআরপিএফ প্রশিক্ষণ শিবিরে ফিঁদায়ে হামলা, শহিদ দুই জওয়ান

শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষ দিনেও জঙ্গি হামলায় উত্তপ্ত উপত্যকা৷ রবিবার গভীর রাতে জম্মু কাশ্মীরের সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে ফিঁদায়ে হামলা চালাল তিন জঙ্গি৷ জঙ্গি হামলায় দুই জওয়ান শহিদ হয়েছেন বলে সূত্রের খবর৷ আহত হয়েছেন আরও তিনজন৷
স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে খবর, রবিবার রাত ২টো ১০ মিনিট নাগাদ পুলওমায়া জেলার লেথপোরায় সিআরপিএফের প্রশিক্ষণ শিবিরে দুই সশস্ত্র জঙ্গি হামলা করে৷ প্রথমে তারা ক্যাম্পে ঢুকে গ্রেনেড ছোঁড়ে৷ তারপর শুরু হয় প্রবল গুলি বৃষ্টি শুরু হয়৷ পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান শহিদ হয়েছেন৷ পাঁচ ঘন্টা ধরে চলছে গুলির লড়াই৷
শ্রীনগর থেকে ৩০ কিমি দুরে অবস্থিত এই সিআরপিএফ প্রশিক্ষণ শিবির৷ হামলার পর জঙ্গিরা ক্যাম্পের এক ভবনে আশ্রয় নিয়েছে৷ ভবনটিকে ঘিরে ফেলেছেন জওয়ানরা৷ সেটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে৷ এদিকে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের হামলার দায় স্বীকার করেছে৷ জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের জয়েশের শীর্ষ নেতা নুর ত্রালের হত্যার বদলা নিতেই এই হামলা৷ এই খবর লেখা পর্যন্ত এখন গুলিবর্ষণ চলছে৷ জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি চলছে৷
তবে বারবার জঙ্গিদের নিশানায় সেনা ক্যাম্প৷ এর আগে অগষ্ট মাসে সিআরপিএফ ক্যাম্পে ঢুকে হামলা করে জঙ্গিরা৷ সেই হামলায় আটজন পুলিশ প্রাণ হারান৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে ১২ ঘন্টা পর তিন জঙ্গিকে খতম করে জওয়ানরা৷ এরপর শ্রীনগর বিমানবন্দরের অদুরে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা৷ সেই হামলা এক সেনা শহিদ হন৷ পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *