নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর(হি.স.): পদ্মাবতী সিনেমা নিয়ে চলতে থাকা ক্রমাগত বিতর্কের অবসান এবার হয়তো হতে পারে। সেন্টাল বোর্ড অফ ফিল্প সার্টিফিকেশন তরফ থেকে ছবি নির্মাতাদের কাছে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী সিনেমাটিতে ২৬ টি দৃশ্য কেটে বাদ দিতে হবে। সিনেমাটির নাম পাল্টে রাখতে হবে ‘পদ্মাবত’। যদি এই প্রস্তাবগুলি ছবির নির্মাতারা মেনে নেয় তবে ছবিটিকে ইউ/এ শংসাপত্র দেবে সেন্টাল বোর্ড অফ ফিল্প সার্টিফিকেশন। এই সিনেমায় ‘গুমোর’ গানটির দৃশ্যও পরিবর্তন করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের দাবি পরিচালক সঞ্জয়লীলা বনশালী এতে কোনও আপত্তি নেই।
সিবিএফসির নির্দেশে বিশেষজ্ঞদের একটি দলকে ছবিটি দেখানো হয়। সেই বিশেষজ্ঞদের নির্দেশেই এই সিদ্ধান্ত নেয় সিবিএফসি। এই বিশেষজ্ঞ দলে ছিলেন অরবিন্দ সিং, ড. চন্দ্রমানি সিং, জয়পুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে কে সিং।
উল্লেখ্য, ১৯০ কোটি টাকা ব্যয় নির্মিত পদ্মাবতী সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল পয়লা ডিসেম্বর ২০১৭ সালে। কিন্তু এই সিনেমার ফলে রাজপুতদের ভাবাবেগকে আক্রান্ত হয়েছে এমন অভিযোগ তুলে আন্দোলনে নামে রাজপুত সংগঠন কার্নিসেনা। ফলে পিছিয়ে যায় সিনেমার মুক্তি তারিখ।