গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোররাত প্রায় তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মহানগরের অন্যতম ব্যস্ততম এবং ঘনবসতি এলাকা কালাপাহাড় কলোনিবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে চারখানা বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ভস্ম হয়েছে দুটি বেশ বড়সড় বেকারি, একটি মুদি দোকান এবং একটি হোটেল। খবর পেয়ে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন। তাদের অক্লান্ত কসরতে গোটা এলাকা আগুনের লেলিহান গ্রাসের হাত থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা হবে বলে জানানো হচ্ছে। আগুনের কারণ এখনও স্পষ্ট নয়, তবে বৈদ্যুতিক গোলযোগের ফলেই এরৎ সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছেন দমকল ও এসডিআরএফ কর্তৃপক্ষ।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত দুমাসে মহানগরে এ নিয়ে পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন নাগরিকমহল। ১ নভেম্বর বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গুয়াহাটি মহানগরের আটগাঁওয়ের ঘন জনবসতি এলাকার ছয়টি বাড়ি এবং একটি পণ্য-গুদাম ভস্ম হওয়ার পাশশাপাশি ৭ নভেম্বর মহানগরের মঠঘরিয়ায়ও অনুরূপ এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। তারপর ৭ ডিসেম্বর অন্যতম বাণিজ্যিক তথা ঘন জনবসতি এলাকা আটগাঁওয়ে এবং ১২ ডিসেম্বর ফ্যান্সিবাজারের এসএস রোডে সাতসকালে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বেজায় ক্ষয়ক্ষতি হয়েছিল।