নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ জোট নিয়ে বিজেপি ও আইপিএফটি’র মধ্যে বৈঠক সফলতার পথে বলে জানা গেছে৷ কিন্তু, জোটের বিষয়ে ফয়সালা এখন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপর নির্ভর করছে৷ আসন্ন নির্বাচনে বিজেপি’র সাথে নির্বাচনী আঁতাতে পৃথক রাজ্যের দাবির কোন সম্পর্ক থাকবে না, তাতে আইপিএফটি সায় দিতে পারে৷ কিন্তু, এই দাবি থেকে পুরোপুরি সরবে না এনসি দেববর্মারা৷ তাতে, জোটের জটিলতা রয়েই যাবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল৷
গুয়াহাটিতে আইপিএফটি’র সঙ্গে বিজেপি’র জোট গঠন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে খবর৷ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিল্লিতে আগামী ৩ জানুয়ারি পুনরায় বৈঠকে বসবে দুই দল৷ দিল্লিতে বৈঠকটি হবে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র সাথে আইপিএফটি’র৷
মঙ্গলবার রাতে আইপিএফটির সঙ্গে অসমের অর্থমন্ত্রী তথা রাজ্যে বিজেপির নির্বাচনী প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মার বৈঠক অনুষ্ঠিত হয়৷ গুয়াহাটির একটি অভিজাত হোটেলে আয়োজিত এই বৈঠকে প্রদেশ বিজেপি প্রভারী তথা সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধরও উপস্থিত ছিলেন৷ বুধবার সকালেও একধাপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইপিএফটি নিজেদের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে এবং নিঃস্বার্থভাবেই তারা বিজেপি’র সঙ্গে জোট গঠনের বিষয়ে ইতিবাচক সায় দিয়েছে৷ আইপিএফটির রাজ্য সভাপতি নরেন্দ্রচন্দ্র দেববর্মা এবং সম্পাদক মেবারকুমার জমাতিয়া একটি অভিন্ন নূ্যনতম কর্মসূচি ঘোষণার প্রস্তাব অবশ্য দিয়েছেন৷ বিজেপি’র তরফে সংশ্লিষ্ট বিষয়ে আশ্বাস এখনও দেওয়া হয়নি৷ জানা গেছে, জোট গঠন নিয়ে কিংবা আসন সমঝোতার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আগামী ৩ জানুয়ারি দিল্লিতে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে জোট এবং আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে৷
তবে, তিপ্রাল্যান্ডের দাবি থেকে পুরোপুরি সরছে না আইপিএফটি৷ জোট গঠনের সাথে তিপ্রাল্যান্ডের দাবির কোন সম্পর্ক নেই৷ কিন্তু, এই ইস্যুতে আলাদাভাবে তাদের কর্মসূচী তারা চালিয়ে যেবে৷ রাজনৈতিক মহলের মতে, তিপ্রাল্যান্ডের দাবির সাথে জোটের কোন সম্পর্ক না থাকলেও, আইপিএফটি’র এই ইস্যুতে আলাদাভাবে কর্মসূচী জারি রাখা জোটের জটিলতা বাড়াবে৷
এবিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, বিজেপি ও আইপিএফটি’র জোট নিয়ে চূড়ান্ত পরিণতি না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা সম্ভব নয়৷ তবে, তাদের মধ্যে জোট হচ্ছে তা হিসেবের মধ্যে রেখেই বামফ্রন্ট নির্বাচনী ময়দানে নেমেছে৷ তাঁর বক্তব্য, বিজেপি ও আইপিএফটি’র মধ্যে জোট হলে নির্বাচনের ফলাফলে তার কিছুটা প্রভাব পড়বে ঠিকই৷ কিন্তু, তাতে বামফ্রন্টের আখেরে কোন লোকসান হবে না৷
এদিকে, জোট নিয়ে আগামী ৩ জানুয়ারী দিল্লিতে চূড়ান্ত বৈঠক বিজেপি ও আইপিএফটি’র মধ্যে হবে ঠিকই৷ কিন্তু, জোট গঠন হলেও আসন বন্টন নিয়েও জটিলতা দেখা দিতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ জোট না হলে ৫৬টি আসনে প্রার্থী চূড়ান্ত বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে আইপিএফটি৷ ফলে, স্বল্প আসনে তাদের মন গলবে বলে মনে করছে না রাজনৈতিক মহল৷ অন্যদিকে, আইএনপিটি এবং এনসিটি’র জন্যও আসন ছাড়তে হবে বিজেপি’র৷ ফলে, আসন বন্টন বিজেপিকে জটিল পরিস্থিতির মোকাবিলা করতে হবে৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট ভাগাভাগি আটকাতে গিয়ে বিজেপি ক্রমশ চক্রব্যুহে ফেঁসে যাচ্ছে৷